• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo
হলের পুরোনো নাম ফেরত চেয়ে ছাত্রীদের বিক্ষোভ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই ৩৬ হলের ছাত্রীরা হলের পূর্ব নাম বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় প্রক্টরিয়াল বডির দুর্ব্যবহারের অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মুনির হোসাইন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে জুলাই ৩৬ হলের শিক্ষার্থীরা তাদের হলের পুরোনো নাম ফেরত চেয়ে বিক্ষোভ করে। এসময় বিক্ষোভরত শিক্ষার্থীরা প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে দেয়।  বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাকৃবির সর্বশেষ সিন্ডিকেট সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ রাখা হয়। কিন্তু হলের ছাত্রীরা এটি মেনে নেননি। শুরুতে হলের ভেতরে তারা বিক্ষোভ করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। পরে সমস্যার সমাধান না হওয়ায় ছাত্রীরা হল থেকে বের হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা তাদের লিখিত অভিযোগে বলেন, ‘প্রভোস্ট ম্যাম অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন নাই। প্রক্টরিয়াল বডি এবং ছাত্র-বিষয়ক উপদেষ্টা হলে এসেই ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ে আমরা আবাসিক শিক্ষার্থী কারা? এমন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, আবাসিক শিক্ষার্থীদের কাছে আইডি এবং ফ্যাকাল্টি জানতে চায় এবং হুমকি দিয়েছেন ভাইভা বোর্ডে ফেইল করিয়ে দেওয়ার। সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মুনির হোসাইন স্যার, ‘বঙ্গমাতার সঙ্গে এতো পিরিত কেন?’ এমন বক্তব্য দিয়েছেন হলের নাম মেনে না নেওয়ায়। সহকারী প্রক্টর আনিসুর রহমান মজুমদার (টিটু) স্যার ব্যক্তিগত অ্যাটাক করেন। একজন শিক্ষার্থীর সঙ্গে বাজে ব্যবহার করেছেন এবং ‘তুমি ছাত্রলীগ’ এমন অপবাদ দিয়েছেন। শিক্ষার্থীরা দাবি করেন, নতুন প্রবর্তিত নাম ‘জুলাই ৩৬’ চাই না, পূর্বের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ বহাল চাই। সিন্ডিকেটের প্রক্রিয়া দ্রুত সম্ভব সম্পন্ন করা হোক এবং সম্পন্ন না হওয়া পর্যন্ত পূর্বের নাম বহাল থাকবে। এ বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মুনির হোসাইন বলেন, ‘ছাত্রীদের আমরা বলি, যেহেতু এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত তাই আমাদের কিছু করার নেই, তোমাদের কোনো অভিযোগ থাকলে তোমরা লিখিত দাও। একপর্যায়ে শিক্ষার্থীরা আমাদের গালিগালাজ করে এবং বলে, সিন্ডিকেটকে এখানে ডাকেন, হলের আগের নামটি আমাদের আবেগ। আপনারা কি করবেন, আমাদের ফেইল করিয়ে দেবেন, দেন।’ সহকারী প্রক্টর আরও বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি শিক্ষার্থীদের বুঝাতে, তবে তারা উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এখনো ক্যাম্পাসে স্বৈরাচারীর দোসররা আছে, তাদের ইন্ধনেই এসব ঝামেলা হচ্ছে।’ বাকৃবির জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানা বলেন, আমি শিক্ষার্থীদের অনেক বুঝাতে চেষ্টা করেছি যে বিষয়টি সিন্ডিকেটের সিদ্ধান্ত। তবে তারা কিছুতেই বোঝতে রাজি হয়নি এবং পরবর্তীতে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে চলে যায়। তখন আমি অনেক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যাই। তবে আমি সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নিয়েছি। ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক বলেন, সেখানে উপস্থিত একজন শিক্ষক বলেছিলেন যারা জুলাই ৩৬ হলের পূর্বের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চায় তারা স্বৈরাচারের দোসর। এ ছাড়া আর কোন কিছু বলেছে এমন মনে পড়ছে না। আমি সেখানে উপস্থিত ছাত্রীদের বলেছিলাম, হলের নাম পরিবর্তন চাইলে লিখিত আবেদন যেন করে।  ছাত্রীদের ছাত্রলীগ ট্যাগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এমন কিছু বলতে শুনি নাই।’ উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে গৃহীত ৭নং সিদ্ধান্তমূলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান/নির্মাণাধীন হলসমূহ, নতুন ভবন এবং স্থানের নাম পরিবর্তন হয়েছে। পরিবর্তিত নামসমূহ হলো- বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের পরিবর্তিত নাম জুলাই ৩৬ হল, রোজী জামাল হল থেকে কৃষিকন্যা হল, নির্মাণাধীন নতুন ছাত্রী হল (অথবা অন্য যে নামেই থাকুক না কেন) থেকে বেগম খালেদা জিয়া হল, পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমেটরির পরিবর্তিত নাম শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরি, নতুন অতিথি ভবন/গেস্ট হাউজ থেকে কৃষিবিদ গেস্ট হাউজ এবং বঙ্গবন্ধু চত্বরের পরিবর্তিত নাম সমাবর্তন চত্বর। আরটিভি/এমকে
৬ ঘণ্টা আগে

ছাত্রশিবিরের নতুন প্রতিজ্ঞা
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ বছরের শুরুতে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানানো হয়। এতে বলা হয়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে, সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন। (বুখারি, মুসলিম, তিরমিজি) অন্যত্র তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, করে সে অভিশপ্ত। (সুনানে তিরমিজি: ১৯৪১) পোস্টে আরও বলা হয়, আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারো সঙ্গে খারাপ আচরণ করব না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।  সবশেষে প্রশ্ন রেখে বলা হয়, আপনি হয়েছেন তো?  আরটিভি/আইএম-টি
০৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৬

অফিসার নেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, বেতন ৭০০০০
নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ‘সিনিয়র পিএমইএএল অফিসার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পদের নাম: সিনিয়র পিএমইএএল অফিসার। বিভাগ: দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা। শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল সায়েন্সেস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  পদসংখ্যা: ১ জন।  কর্মক্ষেত্র: অফিসে।  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) চাকরির ধরন: চুক্তিভিত্তিক। কর্মস্থল: বরগুনা।  বেতন: ৭০০০০ (আলোচনা সাপেক্ষে)। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা। আবেদন যেভাবে: কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়:  ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।   আরটিভি/এইচএসকে  
০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪

হোন্ডায় চাকরির সুযোগ, প্রয়োজন কম্পিউটারে দক্ষতা
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগ: মার্কেটিং শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমবিএ অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা অ্যাডভান্স এমএস এক্সেল, পিপিটি এবং অন্যান্য। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর  চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লাভ শেয়ার, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমাসহ নির্ভরশীল যেমন স্ত্রী, সন্তান এবং পিতামাতা এবং মাতৃত্ব বীমা। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। আরটিভি/এফআই
০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫২

সুইসাইড নোট লিখে বিশ্ববিদ্যালয় কর্মকর্তার আত্মহত্যা 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেলের (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ অফিস কক্ষ থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।  কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সোহেল। এরপর নিজ অফিস কক্ষে তার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে আমরা আসি। পুলিশ আমাদেরকে জানিয়েছেন তাদের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। দুটি সুইসাইড নোট ও মোবাইল উদ্ধার করা হয়েছে। সেখানে কি লেখা আছে আমাদের বলেনি পুলিশ।’  তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এমন ঘটনা সত্যি দুঃখজনক।’ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সেখানে দুটি নোট ও মোবাইল পাওয়া যায়। তদন্তের স্বার্থে সেখানে কি লিখা এখন বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’  কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল ত্রিশালের চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।  মোস্তাইন কবীর সোহেলের বাবা আব্দুল মতিন বলেন, ‘ছেলে ১৬ ডিসেম্বর বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল কিছুটা ঋণের চাপে আছে। কিন্তু এমন যে হবে সেটা কখনো ভাবিনি।’ আরটিভি/এমকে
০৫ জানুয়ারি ২০২৫, ২১:২৮

সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস থাকতে হবে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স শিক্ষাগত যোগ্যতা: শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি। বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর। জাতীয়তা: বাংলাদেশি বৈবাহিক অবস্থা: অবিবাহিত আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেট এর মাধ্যামে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ সর্বমোট ২০০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। আবেদনের শেষ সময়: ২১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন:
০৫ জানুয়ারি ২০২৫, ১০:০৪

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে শর্ত শিথিল
সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানির ঋণপত্রে (এলসি) নগদ মার্জিনের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া অন্যান্য গাড়ি আমদানিতে নগদ মার্জিন অর্ধেক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার জন্য মোটরকার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের জন্য নির্দেশনা রয়েছে। তবে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিবেচনায় বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এ দেশে এ ধরনের পরিবহন মাধ্যম কার্বন নিঃসরণ হ্রাস ও বায়ুর গুণমান সূচক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। এসব বিষয় বিবেচনায় সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকারের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।   তবে সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকার ব্যতীত অন্যান্য মোটরকারের (সেডানকার, এসইউভি, এমপিভি ইত্যাদি) আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। এ নির্দেশনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, আগে গাড়ি আমদানির এলসি খোলার সময় ১০০ শতাংশ নগদ মার্জিন জমা দিতে হতো। বর্তমানে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন নির্ধারণ করতে পারবে। এ ছাড়া অন্যান্য গাড়ির ক্ষেত্রে ৫০ শতাংশ জমা দিয়ে  আমদানিকারকরা এলসি করতে পারবেন। আরটিভি/এফএ/এস
০২ জানুয়ারি ২০২৫, ২১:৪৪

বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
গেল বছরের ন্যায় এ বছরও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল।  একনজরে দেখে নেওয়া যাক সেই সূচি- জাতীয় পুরুষ দলের সূচি ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। মার্চ বাংলাদেশ–জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।  মে বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ। জুন বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ। আগস্ট বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।   সেপ্টেম্বর এশিয়া কাপ।  অক্টোবর বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।  নভেম্বর বাংলাদেশ–আয়ারল্যান্ড: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। জাতীয় নারী দলের সূচি জানুয়ারি-ফেব্রুয়ারি  বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে**, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।  সেপ্টেম্বর-অক্টোবর  মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ডিসেম্বর  বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।  ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। সিরিজ না জিতলে খেলবে বাছাইপর্ব। সেটা পেরিয়েই যেতে হবে বিশ্বকাপে। আরটিভি/আইএম
০১ জানুয়ারি ২০২৫, ১০:১৬

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়। শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। সেই অনুযায়ী ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে মনোনয়ন করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ৮টায় সদস্য সম্মেলন শুরু হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওসমানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকর সেশন অনুষ্ঠিত হয়। জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাড়াও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ’তে পড়ছেন জাহিদুল ইসলাম। এ ছাড়া নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন। নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। আরটিভি/এফএ/এআর
৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়